নামাজ কি এবং কেন আমরা নামাজ আদায় করি?

ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজ হলো ২য় রুকন যা প্রত্যেক মুসলমানের জন্য আদায় করা ফরজ। আমাদের নবী ও রাসূল সাল্লালাহু আলাইহি সালাম আমাদের কিভাবে নামাজ আদায় করতে হবে তা শিখিয়ে গেছেন। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।


"আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামায প্রতিষ্ঠা করে নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকর্মীদের সওয়াব।" সূরা-আরাফ, আয়াত-১৭০।

"আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন। নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কর।" সূরা-আনকাবুত, আয়াত-৪৫।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.